FMNewslondon

RECENT NEWS

পিবিআই প্রধান হলেন সিলেটের তওফিক মাহবুব

তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, সিলেটের সন্তান মো. তওফিক মাহবুব চৌধুরীকে। তিনি পুলিশ সদর দপ্তরে ডেভেলপমেন্ট শাখায় অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে।

মোঃ তওফিক মাহবুব চৌধুরী সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মহিতপুর গ্রামের একটি ঐতিহ্যবাহী শিক্ষাবিদ পরিবারে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা সর্বজনশ্রদ্ধেয় মরহুম এম.এ মান্নান চৌধুরী সিলেট এম.সি কলেজের অধ্যাপক ছিলেন। তিনি ছিলেন একাধারে একজন শিক্ষাবিদ, পরোপকারী ও সাদা মনের মানুষ। তার মা নূর-রওশন চৌধুরী ছিলেন একজন রত্নগর্ভা জননী। তিনি সুনামগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং পরবর্তীকালে সিলেট জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

মোঃ তওফিক মাহবুব চৌধুরী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিলেট এম.সি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কসভো, লাইবেরিয়া ও ডারফুর, সুদান মিশনে ইউএন পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভার্জিনিয়ায় ইউএস-এর এফবিআই ন্যাশনাল একাডেমিতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

fmnewslondon

সর্বশেষ

CATEGORIES

FM News London

Operated from London, We are one of the most popular online news platform for Bangladeshi Community in UK,Europe

Find Us

FM News London
Ilford Lane, Ilford,
United Kingdom
Phone: +44 7455 444150

Copyright FM News London. 2024