ব্যাংকিং চ্যানেলে ফেব্রুয়ারি মাসের ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে ১৬৪ কোটি ৬১ লাখ ডলার। এই হিসাবে গড়ে দিনে এসেছে সাত কোটি ১৫ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৪৭ শতাংশ বেশি।
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দেশে দিনে রেমিটেন্স এসেছিল গড়ে পাঁচ কোটি ৭৭ লাখ ডলার। গোটা মাসে এসেছিল ১৫৬ কোটি ডলার। এবার ২৩ দিনেই এসেছে গত বছরের পুরো মাসের বেশি।
রেমিটেন্সের এই উল্লম্ফনের পর রিজার্ভ বেড়ে আবার উঠেছে ২০ বিলিয়ন ডলারের বেশি, বাংলাদেশ ব্যাংকের গ্রস হিসাবে তা প্রায় সাগে ২৫ বিলিয়ন।
রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির বিষয়টি চট করে ঘটেনি। গত বছরের ডিসেম্বরের তুলনায় জানুয়ারি এবং জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে আরো বেশি অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা।